ধ্বনি হল -

A দুটি শব্দের মিলন

B ভাষার ক্ষুদ্রতম অংশ

C অর্থবোধক শব্দসমষ্টি

D ভাষায় লিখিত রূপ

Solution

Correct Answer: Option B

মানুষের সঙ্গে মানুষের ভাব বিনিময়ের জন্য যেসব অর্থ যুক্ত শব্দ বাগযন্ত্রের সাহায্যে উচ্চারণ করা হয় সেইসব শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। যেমন ভারত > ভ+আ+র+ত < এটি ৪টি ধ্বনি দিয়ে গঠিত । কুল > ক+উ+ল এখানে ৩টি ধ্বনি রয়েছে । মানুষের বাগযন্ত্রের সহায়তায় উচ্চারিত ধ্বনি থেকেই ভাষার সৃষ্টি। বস্তুত ভাষাকে বিশ্লেষণ করলে চারটি মৌলিক উপাদান পাওয়া যায়। এই উপাদানগুলো হলো— ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য 'কথা' বলে। ভাষার ক্ষুদ্রতম একক- ধ্বনি।

» শব্দের গঠনগত একক- বর্ণ,
» বাক্যের ক্ষুদ্রতম একক- শব্দ,
» শব্দের অর্থবোধক একক- রূপ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions