কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?
Solution
Correct Answer: Option A
কোন নির্দিস্ট অঞ্চলের বায়ুর চাপ, বায়ু প্রবাহ, তুষারপাত, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, মেঘাচ্ছনতা, ঝড় ইত্যাদি৩০-৪০ বছরের পরিবর্তন ও সামগ্রিক রুপের গড়কে ঐ অঞ্চলের জলবায়ু বলে।