ইকোলজি এর বিষয়বস্তু হচ্ছে -

 

A অর্থনৈতিক অবস্থার চর্চা

B সাংগঠনিক মর্যাদার স্তর নির্দেশ

C প্রাণিজগতের পরিবেশের সঙ্গে অভিযোজনে উপায় নির্দেশ

D জনসংখ্যার গঠনতত্ত্ব

Solution

Correct Answer: Option C

-বাস্তুবিদ্যা (ইংরেজি: Ecology) : জীববিজ্ঞানের যে বিশিষ্ট শাখায় পরিবেশে বিন্যস্ত বিভিন্ন জীব ও তার পারিপার্শ্বিক জড় উপাদান এবং তাদের পারস্পরিক আন্তঃক্রিয়া, নির্ভরশীলতা ও মিথস্ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions