কোন দেশ কত উন্নত ,তা বোঝা যায় কোনটি বিবেচনা করে?
Solution
Correct Answer: Option C
কোন দেশ কত উন্নত তা অনেক কিছুর মানদন্ডের উপর নির্ভর করে। সাধারণত উন্নত যোগাযোগ ব্যাবস্থা, উচ্চ মাথাপিছু আয়, মোট দেশজ উৎপাদন, শিল্পায়ণ, অবকাঠামোর বিন্যাস, জীবনযাত্রার মান, উন্নত যোগাযোগ , বিদ্যুৎ শক্তির উৎপাদন ও এর মাথাপিছুর ব্যাবহার। অপশন গুলোর মধ্যে একমাত্র 'মাথাপিছু বিদ্যুৎশক্তির ব্যবহার' সঠিক মানদণ্ড বুঝয়া।