Solution
Correct Answer: Option B
-পূর্ণবয়স্ক মানুষে দেহের মাত্রাতিরিক্ত ওজন নির্ধারণের জন্য উচ্চতা ও ওজনের যে আনুপাতিক হার উপস্থাপন করা হয় তাকে দেহের ওজন সূচক বা বডি মাস ইনডেক্স (Body Mass Index --BMI) বলে।
-BMI নির্ণয়ের সূত্র = ওজন ÷ (উচ্চতা)^2
-যেখানে ওজনের মান হবে কেজি তে এবং উচ্চতা হবে মিটার এ।