CFCs= Chlorofluorocarbons.
এই গ্যাস বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরকে ধ্বংস করে দেয় যার ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে সরাসরি প্রবেশ করে বায়ুমন্ডলের উষ্ণতা বাড়িয়ে দেয়।
সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন উপাদানগুলোর মধ্যে ক্লোরিন সবচেয়ে বেশি ক্ষতিকর।
সিএফসি থাকে বিভিন্ন ধরনের স্প্রে ক্যানে, ফ্রিজ এবং এয়ার কন্ডিশনারে। ফলস্বরূপ, ১৯৮৫ সালে দেখা গেল যে দক্ষিণ গোলার্ধের ওজোন স্তরে বড়সড় একটি গর্ত তৈরি হয়েছে।