কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বরে যথাক্রমে ৮২,৮৫ ও ৯২ ।চতুর্থ পরিক্ষায় তাকে কত নম্বর পেতে হবে ,যেন তার প্রাপ্ত নম্বরের গড় ৮৭ হয় ?
Solution
Correct Answer: Option D
চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর x হলে-
শর্তমতে,
(৮২+৮৫+৯২+x)/৪ = ৮৭
বা, ২৫৯+x=৩৪৮
অতএব , x =৮৯