{x ∈ N: 31 < x < 37 এবং x মৌলিক সংখ্যা} কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হয়?

A { }

B { 0 }

C {Ø}

D {6, 7}

Solution

Correct Answer: Option A

x ∈ N: 31 < x < 37 হলে এর মান ৩১ থেকে ৩৭ এর মধ্যে এবং x একটি মৌলিক সংখ্যা।

৩১ এবং ৩৭ এর মধ্যে সংখ্যাগুলো হলো: ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬।

এই সংখ্যাগুলোর মধ্যে কোনোটিই মৌলিক সংখ্যা নয়। কারণ, ৩২, ৩৪, ৩৬ জোড় সংখ্যা এবং ৩৩, ৩৫ সংখ্যাগুলো ৩ এবং ৫ দিয়ে বিভাজ্য।

সেটটি খালি, তাই সঠিক উত্তর হবে { } বা ফাঁকা সেট।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions