Rubella Virus একটি?

A RNA

B H5N1

C DNA

D উপরের সবগুলো

Solution

Correct Answer: Option A

- রুবেলা ভাইরাস একটি আরএনএ ভাইরাস।
- এটি টোগাভিরিডি (Togaviridae) পরিবারের রুবীভাইরাস (Rubivirus) গণের অন্তর্গত।
- আরএনএ ভাইরাস হলো সেই ভাইরাস, যার জেনেটিক উপাদান হিসেবে রাইবোনিউক্লিক অ্যাসিড (RNA) থাকে।
- রুবেলা ভাইরাস রুবেলা রোগের কারণ।
- রুবেলাকে জার্মান হাম বা তিন দিনের হামও বলা হয়।
- এটি একটি সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়।
- গর্ভাবস্থায় রুবেলা সংক্রমণ হলে গর্ভের শিশুর জন্মগত ত্রুটি হতে পারে, যাকে কনজেনিটাল রুবেলা সিনড্রোম (Congenital Rubella Syndrome) বলে।
- এই রোগ প্রতিরোধে টিকা গ্রহণ করা জরুরি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions