যে সকল উপাদান প্রবেশের ফলে দেহে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাদেরকে বলে-

A অ্যান্টিজেন

B অ্যান্টিবডি

C অ্যান্টিটক্সিন

D অ্যান্টিসিড

Solution

Correct Answer: Option A

- অ্যান্টিজেন হলো এমন কোনো পদার্থ (যেমন: ভাইরাস, ব্যাকটেরিয়া, টক্সিন ইত্যাদি), যা শরীরে প্রবেশ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয় এবং অ্যান্টিবডি তৈরি করে।
- অ্যান্টিজেন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপিত করে অ্যান্টিবডি তৈরি করতে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions