প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত?
A ০.০৫ মিলিগ্রাম
B ০.৫ মিলিগ্রাম
C ০.১০ মিলিগ্রাম
D ১.০ মিলিগ্রাম
Solution
Correct Answer: Option A
প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা ০.০৫ মিলিগ্রাম। ০.০৫ মিলিগ্রামের বেশি আর্সেনিক থাকলে সে পানি পান করা ও রান্নার কাজে ব্যবহার করা যাবে না।