সর্বাপেক্ষা দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি ?

 

A পেট্রোল ইঞ্জিন

B ডিজেল ইঞ্জিন

C বৈদ্যুতিক ইঞ্জিন

D গ্যাস ইঞ্জিন

Solution

Correct Answer: Option C

-সবচেয়ে দক্ষ ইঞ্জিন হলো বৈদ্যুতিক ইঞ্জিন।
- বৈদ্যুতিক ইঞ্জিনের দক্ষতা ৯০% পর্যন্ত হতে পারে। 
-অন্যদিকে, পেট্রোল ইঞ্জিনের দক্ষতা ৪০%, 
-ডিজেল ইঞ্জিনের দক্ষতা ৪৫% এবং 
-গ্যাস ইঞ্জিনের দক্ষতা ৫০% পর্যন্ত হতে পারে। 
 
-বৈদ্যুতিক ইঞ্জিনের দক্ষতা বেশি হওয়ার কারণ হলো এটিতে কোনও জ্বালানি দহন হয় না। 
-বৈদ্যুতিক ইঞ্জিনে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। 
-এই প্রক্রিয়াটিতে খুব কম তাপের অপচয় হয়। 
-পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এবং গ্যাস ইঞ্জিনগুলিতে জ্বালানি দহন হয়। 
-এই প্রক্রিয়াটিতে প্রচুর পরিমাণে তাপের অপচয় হয়। 
-এটিই বৈদ্যুতিক ইঞ্জিনের তুলনায় এদের দক্ষতা কম করে তোলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions