নিম্নের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস ? 

 

A নিউক্লিয় জ্বালানী

B প্রাকৃতিক গ্যাস

C সূর্যরশ্মি

D কয়লা

Solution

Correct Answer: Option C

• যে সব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য সম্পদ বলে। যেমন -বায়ু,পানি,সমুদ্র স্রোত ও সৌরশক্তি ।

- যেসব প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হলে আর পাওয়া যায় না সেগুলোকে অনবায়নযোগ্য সম্পদ বলে। যেমন -প্রাকৃতিক গ্যাস ও কয়লা ,তেল ও বায়োগ্যাস (কিন্তু বায়োগ্যাস তৈরির উপাদান পানি ও গোবর নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে বিবেচিত ) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions