নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা করা হয়?
Solution
Correct Answer: Option C
-স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে কোনো বস্তুকে অন্য অবস্থান বা অবস্থায় আনলে যে শক্তি সঞ্চিত হয়, তাকে স্থিতিশক্তি বলে।
-নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যৎ উৎপাদনের সময় জলরাশিতে জমা হয় স্থিতিশক্তি কিন্তু যে শক্তি কাজে লাগানো হয় তা হলো গতিশক্তি। বৈদ্যুতিক মোটোরে বিদ্যুৎশক্তি যান্ত্রিকশক্তিতে পরিণত হয় এবং ডায়না্মোতে যান্ত্রিকশক্তি বিদ্যুৎশক্তিতে পরিণত হয়।