বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?

 

A সংকর ধাতু দিয়ে

B সীসা দিয়ে

C তামা দিয়ে

D টাংস্টেন ধাতু দিয়ে

Solution

Correct Answer: Option D

- টাংস্টেন একটি মৌলিক পদার্থ এবং এর পারমাণবিক সংখ্যা ৭৪ ।

- এটি দৃঢ় ও দুষ্প্রাপ্য যাতু। প্রকৃতিতে একে বিশুদ্ধ মৌল রূপে পাওয়া যায় না, তবে আকরিক যৌগ হিসেবে পাওয়া যায়।

- এর গলনাংক প্রায় ৩৪১০° সেলসিয়াস। উচ্চ গলনাঙ্কের কারণে এটি বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, এক্স-রে টিউবের টার্নেট ও ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয়।

- ক্ষেপণাস্ত্রের ছেদন ক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন যৌগে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হিসেবেও এটি ব্যবহৃত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions