বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় -  

 

A ট্রান্সমিটারের সাহায্যে

B স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে

C স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে

D এডাপ টরের সাহায্যে

Solution

Correct Answer: Option C

 ট্রান্সফর্মার দুই প্রকার। যথা-
- স্টেপ ডাউন বা নিম্নধাপী - উচ্চতর ভোল্ট থেকে নিম্ন ভোল্ট পাওয়া যায়, এবং
- স্টেপ আপ বা উচ্চধাপী- নিম্ন ভোল্ট থেকে উচ্চতর ভোল্ট পাওয়া যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions