একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪২ কি.মি.। ট্রেনটি ১৩০ মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগে ২৪ সেকেন্ড। ট্রেনটির দৈর্ঘ্য কত?
A ১২৮ মিটার
B ১৫০ মিটার
C ১৯০ মিটার
D ২৮০ মিটার
Solution
Correct Answer: Option B
ট্রেনের গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে = (৪২ x ১০০০)/৩৬০০ = ১১.৬৭ মিটার/সেকেন্ড
২৪ সেকেন্ডে ট্রেনটি দূরত্ব অতিক্রম করে= ১১.৬৭ x ২৪ = ২৮০ মিটার
যেহেতু, ট্রেনটি সেতু অতিক্রম করার সময় সেতুর দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য অতিক্রম করে।
ট্রেনের দৈর্ঘ্য = মোট দূরত্ব - সেতুর দৈর্ঘ্য।
∴ ট্রেনের দৈর্ঘ্য = ২৮০ - ১৩০ = ১৫০ মিটার।