একটি বাস একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে ১ ঘণ্টা ৩০ মিনিট সময় নেয়, এবং একটি গাড়ি ঐ দূরত্ব অতিক্রম করতে ৫০ মিনিট সময় নেয়। তাদের গতির অনুপাত কত?

A ৯:৫

B ৩:৪

C ৫:৯

D ৩:৭

Solution

Correct Answer: Option C

বাসের সময় লাগে ১ ঘণ্টা ৩০ মিনিট = (১ × ৬০) + ৩০ = ৯০ মিনিট।
গাড়ির সময় লাগে ৫০ মিনিট।

গতিবেগের অনুপাত = ৫০:৯০ = ৫:৯

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions