A দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ এলে
B মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
C মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
D মেঘ বিদ্যুৎ পরিবাহি অবস্থায় এলে
Solution
Correct Answer: Option B
মেঘের অসংখ্য জলকণা/বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে আকাশে বিদ্যুৎ চমকায় । জলীয়বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হওয়ার সময় এতে প্রচর স্থির বৈদ্যুতিক চার্জ জমা হয়। অপেক্ষাকৃত হালকা পজিটিভ (+ ve) চার্জ থাকে মেঘের ওপর পৃষ্ঠে এবং ভারী নেগেটিভ (-ve) চার্জ থাকে নিচের পৃষ্ঠে। যথেষ্ট পরিমাণ + ve ও – ve চার্জ জমা হওয়ার পর, এদের পারস্পরিক আকর্ষণের দরুণ + ve চার্জ থেকে – ve চার্জের দিকে বাতাসের মধ্য দিয়ে spark আকারে বিদ্যুৎ প্রবাহিত হয়। এ ঘটনাই হলো বজ্রপাত । বজ্রপাতের সময় বাতাসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং বাতাসের একটি সরু চ্যানেলকে আয়নিত করে। বাতাসের আয়নিত পরমাণু থেকে বিকীর্ণ শক্তিই আলোক শক্তি ও শব্দশক্তির আকারে আমাদের নিকট এসে পৌঁছায়।