রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়-

A    রেডিও ট্রান্সমিটার সংযোগে দূর থেকে তথ্য সংগ্রহ

B    রাডারের সাহায্যে চারিদিকের পরিবেশের অবলোকন

C    কোয়াসার প্রভৃতি মহাজাতিক উৎস থেকে সংকেত অনুধাবন

D    উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূ-মন্ডলের অবলোকন  

Solution

Correct Answer: Option D

রিমোট সেন্সিং বা দূর অনুধাবন হলো সরাসরি ছোঁয়া ছাড়াই উপগ্রহ, বিমান বা ড্রোন থেকে আলোকচুম্বকীয় তরঙ্গ (দৃশ্যমান, ইনফ্রারেড, রাডার ইত্যাদি) গ্রহণ করে ভূ-মণ্ডল ও পরিবেশ বিশ্লেষণ করা। সেন্সরগুলি প্রতিফলিত বা নির্গত সংকেত রেকর্ড করে ছবি ও স্পেকট্রাম তৈরী করে। এটি কৃষি, বন, জলসম্পদ, মানচিত্র নির্মাণ ও দুর্যোগ পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। সুবিধা: বড় এলাকা দ্রুত পর্যবেক্ষণ; সীমাবদ্ধতা: মেঘআবরণ, রেজোলিউশন ও ডেটা প্রক্রিয়াকরণের প্রয়োজন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions