ট্রানজিস্টারে কতটি p-n জাংশন থাকে?

A একটি

B দুটি

C তিনটি

D চারটি

Solution

Correct Answer: Option B

- ট্রানজিস্টারে দুটি p-n জাংশন থাকে'

- ট্রানজিস্টরের দুটি জাংশন হলো ইমিটার-বেস জাংশন এবং কালেক্টর-বেস জাংশন।

- বাইপোলার জাংশন ট্রানজিস্টর (BJT) তিনটি সেমিকন্ডাক্টর অঞ্চল নিয়ে গঠিত - ইমিটার, বেস এবং কালেক্টর। এই তিনটি অঞ্চলের মধ্যে দুটি P-N জাংশন তৈরি হয়: একটি ইমিটার ও বেসের মধ্যে,

- অন্যটি বেস ও কালেক্টরের মধ্যে। ইমিটার-বেস জাংশন সাধারণত ফরওয়ার্ড বায়াসড থাকে এবং কালেক্টর-বেস জাংশন রিভার্স বায়াসড থাকে। এই দুই জাংশনের মাধ্যমেই ট্রানজিস্টরের অ্যাম্প্লিফিকেশন ও সুইচিং কার্যক্রম সম্পন্ন হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions