তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে নিচের কোনটির আপেক্ষিক রোধ কমতে থাকে ?
Solution
Correct Answer: Option B
অর্ধপরিবাহী এক বিশেষ ধরনের পদার্থ, যাদের তড়িৎ পরিবাহিতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি। সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ। বিশুদ্ধ অর্ধপরিবাহক শীতল অবস্থায় অন্তরকের মত কাজ করে এবং স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় খুব সামান্য পরিবাহী। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ কমতে থাকে।