সিজিএস পদ্ধতিতে বলের একক-

A    কিলোগ্রাম

B    মিটার

C     ডাইন

D    ইঞ্চি

Solution

Correct Answer: Option C

- সিজিএস (CGS) বা সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড পদ্ধতিতে বলের একক হলো ডাইন (Dyne)
- এক গ্রাম ভরের কোনো বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে তাতে প্রতি সেকেন্ডে ১ সেমি/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হয়, তাকে ১ ডাইন বলে।
- বলের আন্তর্জাতিক বা এসআই (SI) একক হলো নিউটন (Newton)
- কিলোগ্রাম হলো ভরের একক, মিটার হলো দৈর্ঘ্যের একক এবং ইঞ্চি হলো দৈর্ঘ্যের একটি ইম্পেরিয়াল একক।
- সম্পর্ক অনুযায়ী, ১ নিউটন = ১০⁵ ডাইন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions