চর্যাপদের যে পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যাত হয়নি -
A ১১ নং
B ১২ নং
C ৬ নং
D ২৩ নং
Solution
Correct Answer: Option A
হরপ্রসাদ শাস্ত্রি আবিষ্কৃত চর্যাপদে মুনিদত্ত নামক এক পন্ডিতের সংস্কৃত টীকা ছিল। মুনিদত্তের টীকা সম্বলিত পুঁথিতে পদ পাওয়া গিয়েছিল সাড়ে ৪৬টি। এতে মুনিদত্ত ১১ নং পদের ব্যাখ্যা করেননি.