চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন?
A সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B বিধুশেখর শাস্ত্রী
C হরপ্রসাদ শাস্ত্রী
D প্রবোধচন্দ্র বাগচী
Solution
Correct Answer: Option A
বিজয়চন্দ্র মজুমদার তাঁর লেখা History of the Bengali Language গ্রন্থে চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনার সূত্রপাত করেন ১৯২০ সালে। ড সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর Origin and Development of Bengali Language গ্রন্থে বৈজ্ঞানিকভাবে প্রমান করেন চর্যাপদের ভাষা বাংলা।