হাসান হাফিজুর রহমানের একুশের প্রথম সংকলন 'একুশে ফ্রেব্রুয়ারি 'কত সালে প্রকাশিত হয়?
Solution
Correct Answer: Option B
হাসান হাফিজুর রহমান রচিত কাব্য-
বিমুখ প্রান্তর (১৯৬৩),
আর্ত শব্দাবলী (১৯৬৮),
আধুনিক কবি ও কবিতা (১৯৬৫),
মূল্যবোধের জন্যে (১৯৭০),
অন্তিম শরের মতো (১৯৬৮)
যখন উদ্যত সঙ্গীন (১৯৭২)
শোকার্ত তরবারী (১৯৮১)
প্রতিবিম্ব (১৯৭৬) ইত্যাদি।