বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন ?

 

A মাদাম কুরি

B রোনাল্ড রস

C লুই পাস্তুর

D পিয়েরে কুরী

Solution

Correct Answer: Option A

-মেরি কুরি হলেন প্রথম বিজ্ঞানী যিনি দুটি নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি দুটি ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরষ্কার জয়ী 2 জনের মধ্যে একজন মাত্র ছিলেন। তিনি তাঁর স্বামীর সাথে 1903 সালে পদার্থবিজ্ঞান পুরস্কার জিতেছিলেন। তারপর তিনি 1911 সালে রসায়নের জন্য এটি জিতেছিলেন। 
দুইবার যারা নোবেল জিতছেন- 
-মেরি কুরি - পদার্থবিজ্ঞান, রসায়ন 
- লিনাস পাউলিং- রসায়ন, শান্তি জন 
- বারডিন - পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান 
-ফ্রেডরিক স্যাঙ্গার - রসায়ন, রসায়ন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions