জৈব বিবর্তনবাদের জনক বলা হয় কাকে?

A চার্লস ডারউইন

B উইলিয়াম হারভে

C লেমার্ক

D এরিস্টটল

Solution

Correct Answer: Option A

- জীব সৃষ্টির মূলে রয়েছে বিবর্তন।
- ইভোলিউশন (বিবর্তন) শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ হারবার্ট স্পেনসার।
- বিবর্তন একটি ধীর, অবিরাম ও গতিশীল পরিবর্তন প্রক্রিয়া।
- এপিডোক্লিসকে বিবর্তনের জনক বলে অভিহিত করা হয়।
- জৈব বিবর্তনের জনক বলা হয় চার্লস ডারউইনকে।
- উইলিয়াম হার্ভেকে শারীরবিদ্যার জনক বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions