বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহৃত হয় কেন ?
A লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক
B লাল আলোর গতি কম
C লাল আলোর উৎপাদন খরচ কম
D লাল আলোর বিক্ষেপন বেশি
Solution
Correct Answer: Option A
দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ু বেশি থকে কম অনুসারে-
বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল
দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব চেয়ে বেশি তাই লাল রঙের আলো (বা লাল রঙ) বায়ুমন্ডলের অণু-পরমাণু দ্বারা বিক্ষিপ্ত হয় সবচেয়ে কম এবং অন্যান্য রং এর তুলনায় সবচেয়ে দূর থেকে শনাক্ত করা যায়। তাই কুয়াশা, বৃষ্টি কিংবা ধোঁয়ার মধ্য দিয়েও এটি পর্যবেক্ষণ করা সহজ হয়। এই কারণে ট্রাফিক সিগন্যাল বা বিপদ সংকেতে লাল রঙ ব্যবহার করা হয়।