Solution
Correct Answer: Option A
- আলোর গতিবেগ এবং শব্দের গতিবেগের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।
- শূন্য মাধ্যমে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার প্রায় , যা পদার্থবিজ্ঞানের একটি মৌলিক ধ্রুবক।
- আলোর গতিবেগ শব্দের গতিবেগের তুলনায় অনেক বেশি।
- অন্যদিকে, শব্দের গতিবেগ নির্ভর করে মাধ্যমের উপর।
উদাহরণস্বরূপ:
- বায়ুতে শব্দের গতিবেগ প্রায় ৩৪৩ মিটার/সেকেন্ড (২০°C তাপমাত্রায়)।
- পানিতে শব্দের গতিবেগ প্রায় ১৪৮০ মিটার/সেকেন্ড।
- কঠিন পদার্থে (যেমন লোহা) শব্দের গতিবেগ প্রায় ৫২২০ মিটার/সেকেন্ড।