মানব দেহের রক্তচাপ নির্নায়ক যন্ত্রের নাম -
Solution
Correct Answer: Option A
রক্তচাপ নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্রকে বলা হয় স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer)। এটি বাহুতে বেঁধে রক্তনালীতে চাপ মাপার মাধ্যমে সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ নির্ধারণ করে। স্টেথস্কোপ সাধারণত রক্তচাপ শোনার জন্য সাহায্য করে, কিন্তু মূল যন্ত্র স্ফিগমোম্যানোমিটার।