Solution
Correct Answer: Option C
- প্রাণীদের দেহে প্রতিসাম্য বলতে বোঝায়, দেহের একটি নির্দিষ্ট অক্ষ বরাবর বিভক্ত করলে দুটি বা তার বেশি সমান অংশ পাওয়া যায়।
- প্রতিসাম্যের ভিত্তিতে প্রাণীদের চারটি প্রধান প্রকারভেদ রয়েছে।
অপ্রতিসাম্য (Asymmetry):
- এই ধরনের প্রাণীদের দেহে কোনো প্রতিসাম্য নেই। যেমন: স্পঞ্জ (Porifera)।
গোলীয় প্রতিসাম্য (Spherical Symmetry):
- দেহকে যেকোনো অক্ষ বরাবর কেটে সমান দুটি অংশে ভাগ করা যায়। যেমন: Volvox (একটি শৈবাল)।
অরীয় প্রতিসাম্য (Radial Symmetry):
- দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিক তলে কেটে সমান অংশে ভাগ করা যায়। যেমন: জেলিফিশ, হাইড্রা।
দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য (Bilateral Symmetry):
- দেহকে একটি নির্দিষ্ট তল বরাবর কেটে ডান ও বাম দুটি সমান অংশে ভাগ করা যায়। যেমন: মানুষ, প্রজাপতি।