বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম কি ?

A ল্যাকটোমিটার

B ব্যারোমিটার

C ভোল্টমিটার

D হাইড্রোমিটার

Solution

Correct Answer: Option B

A) ল্যাকটোমিটার (Lactometer):
দুধে পানির পরিমাণ বা দুধের ঘনত্ব মাপার যন্ত্র।

B) ব্যারোমিটার (Barometer):
বায়ুমণ্ডলের চাপ বা বাতাসের চাপ মাপার যন্ত্র

C) ভোল্টমিটার (Voltmeter):
বিদ্যুৎ বর্তনীতে দুই বিন্দুর মধ্যে ভোল্টেজ (বিদ্যুৎ বিভব পার্থক্য) মাপার যন্ত্র।

D) হাইড্রোমিটার (Hydrometer):
তরলের ঘনত্ব বা নির্দিষ্ট গুরুত্ব (specific gravity) মাপার যন্ত্র।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions