লেন্সের ক্ষমতার একক কি?

A অপ্টার

B ডায়াপ্টার

C হার্জ

D প্যাসকেল

Solution

Correct Answer: Option B

- দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
- লেন্স দু-প্রকার। যথা- উত্তল বা অভিসারী লেন্স এবং অবতল বা অপসারী লেন্স।
- লেন্সের ক্ষমতা বলতে আলোকরশ্মিগুচ্ছকে অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াকে নির্দেশ করে।
- লেন্সের ক্ষমতার প্রচলিত একক হলো ডায়াপ্টার। এসআই একক হলো রেডিয়ান/মিটার।
- লেন্সের ক্ষমতার মান ধনাত্মক কিংবা ঋণাত্মক উভয় প্রকার হতে পারে।
- সিমেন্স, ক্যান্ডেলা এবং বেকরেল যথাক্রমে পরিবাহিতা, দীপন ক্ষমতা এবং তেজস্ক্রিয়তার একক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions