যখন কোন বস্তুকে বিষুব রেখা থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন--
A কমে
B বাড়ে
C অর্ধেক হয়
D একই থাকে
Solution
Correct Answer: Option B
-অভিকর্ষজ তরণ g এর উপর নির্ভরশীল । -মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি ,বিষুবীয় অঞ্চলে g এর মান মেরু অঞ্চলের তুলনায় কম । -যেহেতু g এর মান বাড়লে ওজন বাড়বে এবং g এর মান কমলে ওজন কমবে । -সেহেতু মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে। পাহাড়ে বা খনির ভিতরে বস্তুর ওজন মেরু অঞ্চলের তুলনায় কম । -পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions