বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ-
A ফোঁটার কৈশিক টান
B ফোঁটার তলীয় টান
C ফোঁটার চতুর্দিকের বাতাসের চাপ
D বৃষ্টির ফোঁটার গতিবেগ
Solution
Correct Answer: Option B
মূলত পৃষ্ঠটান জনিত বলের কারণে বৃষ্টির ফোটা গোলাকার হয়ে থাকে। অর্থাৎ, বাতাসের পৃষ্ঠটান জনিত বল এর চেয়ে পানিতে বিদ্যমান পৃষ্ঠটান জনিত বলের মান বেশি হওয়ায় একটি পানিবিন্দু অপর একটি পানি বিন্দু কে বেশি আকর্ষণ করে থাকে। যার ফলে চারপাশ দিয়ে লব্ধি বল সমান হয় যা একটি বৃত্তাকার আকার ধারণ করে।