বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে ?

A    কাজ

B    ক্ষমতা

C    শক্তি

D    কোনটিই নয়

Solution

Correct Answer: Option C

কাজ: বল ও বলের দিকে সরণের উপাংশের গুনফলকে কাজ বলে। কাজের একক জুল।
শক্তি: কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
গতিশক্তি: কোন গতিশীল বস্তু গতিতে থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে।
বিভবশক্তি: কোন বস্তুর স্বাভাবিক অবস্থা পরির্তন করে অন্য কোন অবস্থায় আনলে বস্তুর কাজ করার যে সামর্থ অর্জন করে তাকে বিভবশক্তি বলে।
ক্ষমতা: কাজ সম্পাদনকারী কোন ব্যাক্তি বা যন্ত্রের কাজ করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতার একক ওয়াট। 1 sec এ 1 jule কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট বলে।
কর্মদক্ষতা: কোন যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মক্ষমতা বলে।
১ অশ্বশক্তি (H.P) = 746 ওয়াট

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions