ক্ষমতার একক

A ক্যালরি

B আর্গ

C ওয়াট

D জুল

Solution

Correct Answer: Option C

- ক্ষমতার একক হলো ওয়াট (Watt)।
- ক্ষমতা বলতে প্রতি একক সময়ে কাজ করার হারকে বোঝায়।
- ওয়াট (W) হলো আন্তর্জাতিক একক পদ্ধতি (SI)-তে ক্ষমতার একক। এক ওয়াট ক্ষমতা হলো প্রতি সেকেন্ডে এক জুল কাজ করার সমান। অর্থাৎ, 1W=1J/s।
ক্যালরি (Calorie): এটি তাপশক্তির একক।
আর্গ (Erg): এটি CGS পদ্ধতিতে কাজের একক।
জুল (Joule): এটি আন্তর্জাতিক একক পদ্ধতি (SI)-তে কাজ বা শক্তির একক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions