গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে, তা হল-

A ইথিলিন

B পিরিডিন

C মিথেন

D কার্বন মনোক্সাইড

Solution

Correct Answer: Option D

- গাড়ির ইঞ্জিনে জ্বালানি (যেমন পেট্রোল বা ডিজেল) অসম্পূর্ণভাবে দহন হলে কার্বন মনোক্সাইড (CO) গ্যাস উৎপন্ন হয়।
- এটি একটি অত্যন্ত বিষাক্ত গ্যাস, যা বর্ণহীন ও গন্ধহীন হলেও মানুষের শরীরে অক্সিজেন পরিবহন ব্যাহত করে শ্বাসকষ্ট, মাথা ঘোরা এমনকি মৃত্যুর কারণ হতে পারে।

এছাড়া গাড়ি থেকে নির্গত ধোঁয়ায় আরও কিছু ক্ষতিকর গ্যাস থাকে যেমন —
- কার্বন ডাই-অক্সাইড (CO₂)
- নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂)
- ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস (VOC)

- এসব গ্যাস বায়ু দূষণ ও পরিবেশের উষ্ণতা বৃদ্ধি (global warming)-এর জন্য দায়ী।
- তাই সঠিক উত্তর: কার্বন মনোক্সাইড (CO)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions