মিরাজের মাসিক বেতন রনির মাসিন বেতনের দ্বিগুণ এবং রনির মাসিক বেতন আকশের মাসিক বেতনের ২৫% ।তাদের মোট মাসিক বেতন ৪৯,০০০ টাকা হলে রনির মাসিক বেতন কত ?
Solution
Correct Answer: Option C
মনে করি ,
আকাশের মাসিক বেতন =x টাকা
অতএব, রনির " " =x এর ২৫%
=x× ২৫/১০০
=x/৪ টাকা
অতএব ,মিরাজের মাসিক বেতন =২ × x/৪ টাকা
=x/২ টাকা
প্রশ্নমতে , (x/২ )+(x/৪) +x=৪৯০০০
বা, (২x+x+৪x)/৪ =৪৯০০০
বা, ৭x=৪৯০০০×৪
বা,x=৭০০০×৪
বা,x =২৮০০০
অতএব ,রনির মাসিক বেতন =২৮০০০/৪
=৭০০০ টাকা