একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার ,প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার ।এতে কত লিটার পানি ধরবে ?
A ২৪ লিটার
B ২৬০ লিটার
C ২,৪০০ লিটার
D ২৪,০০০ লিটার
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে ,
চৌবাচ্চার দৈর্ঘ্য =৩ মি =(৩× ১০০)
=৩০০ সে মি
চৌবাচ্চার প্রস্থ =২ মি =(২× ১০০)
=২০০ সে মি
চৌবাচ্চার উচ্চতা =৪ মি =(৪× ১০০)
=৪০০ সে মি
আমরা জানি ,
চৌবাচ্চার আয়তন =(৩০০× ২০০× ৪০০) ঘন সে মি
=২৪০০০০০০ ঘন সে মি
=২৪০০০০০০/১০০০ লি
=২৪০০০ লি