বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির-

A    ঘনত্ব কম

B    ঘনত্ব বেশি

C    তাপমাত্রা বেশি

D    তাপমাত্রা কম

Solution

Correct Answer: Option B

পানির ভেতর হাইড্রোজেন বন্ধনের কারণে এমনটা হয়। বরফের ঘনত্ব পানির চেয়ে প্রায় ৯ শতাংশ কম। সুতরাং, বরফ পানিতে ডুবে যায় না, ভেসে থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions