কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ রাজনৈতিক উপন্যাস?
A রাধারাণী
B আনন্দমঠ
C দেবী চৌধুরাণী
D সীতারাম
Solution
Correct Answer: Option D
'সীতারাম' (১৮৮৮), বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ রাজনৈতিক উপন্যাস। তাঁর রচিত অন্যান্য রাজনৈতিক উপন্যাস- আনন্দমঠ (১৮৮২) ও দেবী চৌধুরাণী ( ১৮৮৪)।