Solution
Correct Answer: Option C
যে প্রক্রিয়া ব্যাবহার করে একটি DNA অণুর অসংখ্য প্রতিলিপি তৈরি করা হয়, তাকে Polymerase Chain Reaction (PCR) বলে। এ প্রক্রিয়ায় সূচকীয় হারে একটি DNA অণুর অনেকগুলো প্রতিলিপি তৈরি করে DNA-কে বিস্তারিতভাবে পর্যবেক্ষণ ও নিরূপণ করা হয়। ১৯৮৩ সালে আমেরিকান বিজ্ঞানী ক্যারি মুলিস এ প্রযুক্তি উদ্ভাবন করেন।