আইনস্টাইন নোবেল পুরস্কার পান-

A আপেক্ষিক তত্ত্বের উপর

B মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য

C কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য

D আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য

Solution

Correct Answer: Option D

- আলবার্ট আইনস্টাইন (১৪ মার্চ ১৮৭৯ - ১৮ এপ্রিল ১৯৫৫) জার্মানিতে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
- তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব (আধুনিক পদার্থবিজ্ঞানের দুটি স্তম্ভের একটি) এবং ভর-শক্তি সমতুল্যতার সূত্র, E = mc^2 (যা "বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ" হিসেবে খেতাব দেওয়া হয়েছে) আবিষ্কারের জন্য বিখ্যাত।
- তিনি ১৯২১ সালে আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions