কোনটি নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট নয় ?
A এরা সাধারণ অবস্থায় গ্যাস
B নিষ্ক্রিয় গ্যাসসমুহ পরমাণুতে বিভক্ত হয়ে থাকে
C এরা রাসায়নিকভাবে ক্রিয়াক্ষম নয়
D এরা অন্য মৌলের সাথে সংযুক্ত হতে চায়না, কিন্তু নিজেরা নিজেদের সাথে সংযুক্ত হতে পারে
Solution
Correct Answer: Option D
- নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলো পর্যায় সারণীর ১৮ নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত।
- হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe) এবং রেডন (Rn) এই ছয়টি গ্যাস নিষ্ক্রিয় গ্যাস হিসেবে পরিচিত।
এদের বৈশিষ্ট্যগুলো হলো:
- এরা সাধারণ অবস্থায় গ্যাসীয় পদার্থ।
- এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়।
- এরা সাধারণত অন্য মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না।
- এদের সর্ববহিঃস্থ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে।
- নিষ্ক্রিয় গ্যাসসমুহ পরমাণুতে বিভক্ত হয়ে থাকে।
- নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত অন্য মৌলের সাথে সংযুক্ত হতে চায় না, এমনকি নিজেদের মধ্যেও সংযুক্ত হতে চায় না। কারণ এদের সর্ববহিঃস্থ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এরা স্থিতিশীল অবস্থায় থাকে।