একটি চৌবাচ্চা ৬০ লিটার পানি ধারণ করে। যদি একটি নল ১০ লিটার প্রতি ঘণ্টা প্রবাহিত করে, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত ঘণ্টা লাগবে?

A ৪ ঘণ্টা

B ৫ ঘণ্টা

C ৬ ঘণ্টা

D ৭ ঘণ্টা

Solution

Correct Answer: Option C

চৌবাচ্চাটির মোট ধারণক্ষমতা ৬০ লিটার।
নলটি প্রতি ঘণ্টায় ১০ লিটার পানি প্রবাহিত করে।

চৌবাচ্চাটি পূর্ণ করতে প্রয়োজনীয় সময় = মোট ধারণক্ষমতা / প্রতি ঘণ্টার প্রবাহ
= ৬০ লিটার / ১০ লিটার/ঘণ্টা
= ৬ ঘণ্টা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions