নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণির যে গ্রুপে স্থান পেয়েছে-
Solution
Correct Answer: Option C
⇒ পর্যায় সারণির ১৮ নম্বর গ্রুপ বা মেন্ডেলিফের পুরাতন পর্যায় সারণির 'শূন্য গ্রুপ'-এ অবস্থিত মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।
⇒ এই গ্রুপের মৌলগুলো হলো— হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe) এবং রেডন (Rn)।
⇒ এদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে (হিলিয়াম ছাড়া বাকিদের অষ্টক পূর্ণ থাকে), ফলে এরা রাসায়নিকভাবে অত্যন্ত স্থিতিশীল এবং সচরাচর অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না। এই রাসায়নিক নিষ্ক্রিয়তার কারণেই এদের শূন্য গ্রুপে রাখা হয়েছে।