কোনটি জারক পদার্থ নয় ?

A    হাইড্রোজেন

B    অক্সিজেন

C    ক্লোরিন

D    পটাসিয়াম ডাই-ক্রোমেট

Solution

Correct Answer: Option A

জারক পদার্থগুলাে ইলেকট্রন গ্রহণ করে অন্যকে জারিত করে ও নিজে বিজারিত হয় । অক্সিজেন , ক্লোরিন ও ব্রোমিন প্রত্যেকেই ইলেকট্রন গ্রহণ করে , তাই এরা জারক পদার্থ । অন্যদিকে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে তাই এটা জারক নয় , বিজারক ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions