যে ধাতব পরিবাহী বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে বলে-
A ক্যাথোড
B অ্যানোড
C তড়িৎ কোষ
D উপরের সবকটি
Solution
Correct Answer: Option B
- যে ধাতব পরিবাহী বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে অ্যানোড বলে।
- একটি বিদ্যুৎ কোষ বা ব্যাটারিতে দুটি প্রধান ইলেকট্রোড থাকে।
- অ্যানোড (+): এটি সেই ইলেকট্রোড যা বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে। ইলেকট্রোকেমিক্যাল বিক্রিয়ার সময় ইলেকট্রন অ্যানোড থেকে বেরিয়ে আসে।
- ক্যাথোড (-): এটি সেই ইলেকট্রোড যা বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে। ইলেকট্রোকেমিক্যাল বিক্রিয়ার সময় ইলেকট্রন ক্যাথোডের দিকে প্রবাহিত হয়।